মাদক খুঁজতে গিয়ে ১৬টি ধারলো অস্ত্র উদ্ধার করেছে বরিশাল নগর গোয়েন্দা পুলিশ। সদর উপজেলার কর্নকাঠী গ্রামে জনৈক ইমরান হোসেনের বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করে তারা। তবে এ সময় ইমরান পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পলাতক ইমরানকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামান।
অভিযুক্ত ইমরান বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বহিস্কৃত ছাত্র এবং ওই এলাকার মাদক ব্যবসায়ী বাসিন্দা হিসেবে পরিচিত।
এসআই হেলালুজ্জামান জানান, গত মঙ্গলবার রাতে এক ব্যক্তি ইমরানের কাছ থেকে মাদক কিনে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান টের পেয়ে ইমরান পালিয়ে গেলেও পুলিশ তার বাসা তল্লাশী করে দেশীয় ১৬টি রামদা ও ছোরা উদ্ধার করে।
বরিশাল নিউজ/ডিবি প্রেসবিজ্ঞপ্তি