ভোলা জেলার সদর উপজলা দৌলতখান, চরফ্যাসন ও লালমোহন উপজেলায় পাঁচটি বদ্ধভূমি সংস্কার ও সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ৩৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়ন করছে। বদ্ধভূমিগুলোর চারপাশে সীমানা প্রাচীর, প্রবেশ পথের ফটক, দেয়ালের উপর স্টিলের পাইপ স্থাপন, আলোকসজ্জা, সৌন্দর্জবর্ধনসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করা হচ্ছে।
ভোলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান, পাঁচটি বদ্ধভূমির মধ্যে সদর উপজেলায় ছয় লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এছাড়া চরফ্যাসন মুক্তিযোদ্ধা মেমোরিয়াল সাড়ে আট লাখ টাকা, লালমোহনে শহীদ আব্দুল হামিদ মেমোরিয়াল ও শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল ১২ লাখ টাকা এবং দৌলতখানের বাংলাবাজারের বদ্ধভূমির কাজ হবে সারে ছয় লাখ টাকা ব্যয়ে।
বরিশাল নিউজ/শরীফ