ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রমে ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও তিনজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসাইনের ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি নৌকা, ১৩ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।এদের মধ্যে তিন জেলের চার হাজার টাকা জরিমানা এবং বাকিদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ইলিশ এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসাইনের ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে এ জেল-জরিমানা করেন।
মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়শ্রম হিসেবে ধরা হয়েছে। তাই এসব পয়েন্টে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।
বরিশাল নিউজ/শরীফ