
ভোলার নতুন বাজারে ৫১ দোকান পুড়ে গেছে
ভোলা নিউজ।। ভোলা শহরের নতুন বাজারে শুক্রবার রাত পৌনে ১টার দিকে অগ্নিকান্ডে ৫১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছে।
বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. ফারুক হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে ভোলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দৌলতখান, বোরহানউদ্দিন ও চরফ্যাসনের ৩টি ইউনিট এসে যোগ দেয় ।
তিনি আরো বলেন, এসব দোকানের মধ্যে হার্ডওয়ার, চালের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, মূদির দোকান, কসমেটিক্স, সূতার দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ নির্ণয়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। তিন দিনের মধ্যে কমিটি ঘটনার কারণ জানাবে।
বরিশাল নিউজ/শরীফ