February 9, 2023

ভূমিকম্প: পদযাত্রা কর্মসূচি স্থগিত করলো বিএনপি

 

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বুধবার, ৮ ফেব্রুয়ারি রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারির পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পদযাত্রার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

 

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত এই পদযাত্রা কর্মসূচি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

 

বরিশাল নিউজ/ ডেস্ক রিপোর্ট