
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব
১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার, ১৯ মার্চ। এ উপলক্ষে ভাষা সৈনিকের জন্মস্থান বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে মরহুমের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিনভর কোরআনখানী, কসবা এতিমখানায় মধ্যাহ্নভোজ, স্মরণ সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মরহুমের জীবনী নিয়ে ও ধানমন্ডি ভাষা আন্দোলন যাদুঘর এবং গবেষনা কেন্দ্রে স্মরণ সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
বরিশাল নিউজ ডেস্ক