ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিতব্য ১০ম আন্তর্জাতিক নৌ মহড়া MILAN-2018 তে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ ধলেশ্বরী ৩ মার্চ,শনিবার চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এসময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
জাহাজটি ০৬ হতে ১৩ মার্চ ভারতে নৌ মহড়ার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলী এর নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ১৫৭ জন নৌসদস্য এই মহড়ায় অংশগ্রহণ করবেন।
বরিশাল নিউজ/নেভী প্রেসরিলিজ