বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮ সোমবার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চত্ত্বরে ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মো. কামাল হোসেন খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এবং সনাক সভাপতি পাসপোর্ট ও ভিসা অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা গ্রহীতাদের সাথে কথা বলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তারা অফিসের দ্বিতীয় তলায় যাওয়ার পর উদ্বোধনস্থলে অবস্থানরত টিভি রিপোর্টার ও ক্যামেরাম্যানদের কাছে এক গ্রাহক এসে তাদের ধন্যবাদ জানিয়ে বলেন,’ভাই আজ আপনারা আছেন বলে আমার এক হাজার টাকা বেচে গেল।’ বাবুগঞ্জ থেকে আসা ওই গ্রাহকের ফরমে বানানে একটি ভুল হয়ছিল। এজন্য তার কাছে দাবি করা হয় ওই এক হাজার টাকা।
গত শনিবার থেকে শুরু হেওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ।
বরিশাল নিউজ/এমএম হাসান