বরিশাল নিউজ।। বরিশাল জেলা বাস মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে ধর্মঘট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
তিনি বলেন, বরিশাল নগরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করে আসছিলো। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু লোক বাস চলাচলে বাধা দেওয়ায় ও চাঁদা দাবির ঘটনায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার (১১ এপ্রিল) বেলা ১১ টা থেকে নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৫ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।
এরপর বিষয়টি নিয়ে সমাধানের অপেক্ষা করেও বুধবার রাতের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
পরে প্রশাসনের আশ্বাসে রাত থেকে ৭ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৭ দিনের মধ্যে চাঁদা দাবিসহ সার্বিক বিষয়ে সমাধান করা না হলে মামলাসহ যেকোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান আফতাব হোসেন।