December 29, 2022

বেঁদে ও অসহায় পরিবারকে শীতবস্ত্র দিলো পুনাক

বরিশাল পুলিশের নারী কল্যান সমিতি (পুনাক) চলতি পৌষের শীতে বরিশালে ভাসমান বেঁদে সমপ্রদায় ও শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেছে।

বরিশালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ নদীতে থাকা ভাসমান বেদেসহ  প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে বুধবার রাতে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। জেলা পুনাকের সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, বাবুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান, টিআই (প্রশাসন) মোস্তাফিজুর রহমান প্রমুখ ।

বরিশালনিউজ/ বাবুগঞ্জ