
ঠিকাদার লাঞ্চিতের বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সভা করে বিসিসি ঠিকাদার সমিতি-বরিশাল নিউজ
বিসিসির প্রধান নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামানের হাতে ঠিকাদার লাঞ্চিত হওয়ার প্রতিবাদে ও তার বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে বিসিসি ঠিকাদার সমিতি। ৭২ ঘন্টার মধ্যে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সকল উন্নয়নমূলক কাজ বন্ধ রাখবেন জানিয়েছেন তারা। নগরীর কিচেন চাইনিজ রেস্তোরার কমিউনিটি সেন্টারে বুধবার অনুষ্ঠিত সভায় তারা এ কথা জানান।
সভায় বক্তরা অভিযোগ করেন, প্রধান নির্বাহী প্রকৌশলীকে মোটা অংকের ঘুষ না দিলে তিনি বিল আটকে দেন। ওয়ার্কঅর্ডার থেকে বিল পাওয়া পর্যন্ত বিসিসির প্রকৌশলীরা ঘুষ নেন । ঘুষ দিতে অস্বীকৃতি জানানোর জন্য ঠিকাদার মোমেন সিকদার ও শাহিন সিকদারকে লাঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তারা।
এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিসিসিতে তালা ঝুলাবেন বলে হুশিয়ারি দেন ঠিকাদাররা।
সভায় সভাপতিত্ব করেন বিসিসি ঠিকাদার সমিতির সভাপতি কাজী সাইফুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতি সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাসুদ, আলতাফ হোসেন তালুকদার, রফিকুল ইসলাম,খন্দকার গোলাম মোস্তফা,বদিউজ জামান টোটন,সামসুল ইসলাম,আতাহারুল ইসলাম, চৌধুরী বাবুলসহ অন্যরা।
এর আগে মঙ্গলবার বিকালে বিসিসি মেয়র আহসান হাবীব কামাল ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জানের কাছে প্রধান প্রকৌশলী আনিচুজ্জানের ৭২ ঘন্টার মধ্যে বিচার দাবি করে স্বারকলিপি দেন তারা।
বরিশাল নিউজ/এমটি ইসলাম