মিরাজদের ঘূর্ণি জাদুতে বিশ্ব চ্যাম্পিইংল্যান্ড ১১৭ রানে অলআউট হয় গেল। টস হেরে ব্যাটিং করতে নেমে মিরপুরের স্লো উইকেটে দাঁড়াতেই পারেনি ইংলিশরা।
পাওয়ার প্লে পর্যন্ত সব ঠিক ছিল তাদের। এরপরই যেন পতনের শুরু। সাকিব-হাসান-মিরাজ টানা তিন ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর ডাকেট-কারন জুটি গড়ে চেষ্টা করছিলেন প্রতিরোধের। দুজনের ৩২ বলে ৩৪ রানের জুটি ভেঙে দেন মিরাজ। সেই শুরু।
মিরাজ একাই মাত্র ১২ রান দিয়ে নেন চার উইকেট। নিজের শেষ ওভারের শেষ বলে ফেরান জর্দানকে। এর আগে ফেরান মঈন আলী, কারান ও ওকসকে। এটি মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং। গত বিশ্বকাপে ১৭ রানে তিন উইকেট ছিল মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং।
টস
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার, ১২ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ইংল্যান্ড সিরিজের প্রত্যেকটি ম্যাচেই টস জিতেছে বাংলাদেশ।
একদাশে যারা
সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
এক পরিবর্তন নিয়ে নেমেছে ইংল্যান্ড
ইংল্যান্ড দল নেমেছে এক পেসার কম নিয়ে। মার্ক উডের পরিবর্তে একাদশে এসেছেন লেগ স্পিনার রেহান আহমেদ। ওয়ানডের পর টি-টোয়েন্টিতে অভিষেক হলো রেহানের।
একাদশে যারা
জস বাটলার ( অধিনায়ক), ফিল সল্ট, ডেবিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও রেহান আহমেদ