বিশ্বকাপ ফুটবল ২০১৮ উন্মাদনা শুরু হয়ে গেছে চারিদিকে। এ সময় ভক্তরা পতাকা উড়িয়ে সমর্থন জানায় প্রিয় দলকে। ভিনদেশি এই পতাকা উড়ানো নিয়ে সমালোচনাও কম হয়না। এই জুনেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ।
বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে ভিনদেশি পতাকা উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছে ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফুটবলের এ উন্মাদনায় অনেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিনদেশি বিভিন্ন পতাকা উত্তোলন করছেন যা সম্পূর্ণরূপে পতাকা আইন অনুযায়ী নিষিদ্ধ। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে অনুরোধ করা হয়েছে ভিনদেশি কোনো পতাকা যেন বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা না হয়। উত্তোলন করা হলে কর্তৃপক্ষ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা সমূন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বরিশাল নিউজ/এমএম হাসান