বিপিএলের টিকিট বিক্রি শুরু হয়েছে ৪ জানুয়ারি থেকে। টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।
প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। অগ্রিম টিকিট কাটার পাশাপাশি ম্যাচ ডে তেও টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে বিপিএলে।
এবারের টুর্নামেন্টে সর্বনিম্ন ২০০ টাকায় টিকিট থাকছে। সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ২০০ টাকায় মিলবে পূর্বদিকের গ্যালারির টিকিট। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। আর ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকার বিনিময়ে। সর্বোচ্চ টিকিটের দাম ১ হাজার ৫০০ ধার্য করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের ক্ষেত্রে। এছাড়া ভিআইপি স্ট্যান্ড হতে কেউ খেলা দেখতে চাইলে তাকে গুনতে হবে ১ হাজার টাকা।
বরিশাল নিউজ/ ডেস্ক নিউজ