police


ইয়াবাসহ এক যুবককে আটক করার অভিযোগ এনে বিকাশের মাধ্যমে তার বিধবা মায়ের কাছ থেকে ঘুষ গ্রহন করেছিল উজিরপুর মডেল থানার এএসআই আমিনুল ইসলাম। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আকরামুল হাসান সাংবাদিকদের বলেন, তদন্ত করে ঘটনা প্রমানিত হয়েছে। পরবর্তীতে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম এর নির্দেশে রবিবার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।
বিষয়টি আরও তদন্ত করে ওই এএসআইর বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলেন তিনি।
বরিশাল নিউজ/শামীম