November 25, 2022

বিএনপির তলা ফেটে গেছে: প্রতিমন্ত্রী খালিদ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “মির্জা ফখরুল বলেছেন দেশ নাকি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশ ঠিক আছে বিএনপিরই তলা ফেটে গেছে।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে শুক্রবার , ২৫ নভেম্বর মান্তাপল্লী মাঠে আয়োজিত  ‘অবহেলিত চরাঞ্চল উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,“একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিলো না। সমুদ্রে যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সমুদ্রে বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরী হচ্ছে। সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে।” 

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি শুধু দেশের মধ্যে একটা গোলযোগ বাজাতে চায়। তারা কথায় কথায় যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর, জাপানের অ্যাম্বাসেডর, ব্রিটিশ অ্যাম্বাসেডরের কাছে যায়। বিভিন্ন ধরনের অভিযোগ দেয় । এখন বলা হচ্ছে ১০ ডিসেম্বর জনসভা করবে। তারা সরোওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে অনুমতি দেওয়া হবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলছে তারা এখন জনসভা করবে নয়া পল্টনে। নয়া পল্টন কি জনসভা করার জায়গা। নয়া পল্টনতো গাড়ি চলাচলের জায়গা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দীন আহম্মেদ, নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বরিশালনিউজ/ পটুয়াখালী