বরিশাল জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয়,স্থানীয় ও ইলেক্টনিক মিডিয়ার ৩৫ জন সদস্য অংশ গ্রহন করেন।
বরিশাল রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউটের অধ্যায়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আনোয়ারা বেগম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ৰশ্বাষ ও সাধারন সম্পাদক বাপ্পি মজুমদার।
প্রশিক্ষণরত সংবাদ কর্মীদের উদ্যেশে প্রেস ইনস্টিটিউটের পরিচালক আনোয়ারা বেগম বলেন, একটি সাদামাটা রিপোর্ট সাধারণ মানুষকে তথ্যের খোরাক যোগায় কিন্তু তাতে অপরাধের সকল তথ্য উঠে আসেনা।যা পারে অনুসন্ধানী রিপোর্ট।
১৯৭৬ সালে পিআইবি প্রতিষ্ঠা হবার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭২টি প্রতিষ্ঠানের প্রায় ৩৭ হাজার সংবাদ কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।
বরিশাল নিউজ/শামীম