January 6, 2023

বাসের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদিতে বাসের ধাক্কায় দুলাল খান (৬৫) নামে একজন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে  শুক্রবার, ৬ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টার বেশি সময় পরে সড়ক অবরোধ তুলে নিয়ে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, নিহত দুলাল উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদারসী গ্রামের জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সবজি বিক্রেতা দুলাল মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল নিউজ/ উজিরপুর