বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁয় নৌকা ডুবে ইসমাইল হাওলাদার (৫৫) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।
বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে এই নৌকা ডুবের ঘটনা ঘটে।
নিখোঁজ কৃষক ইসমাইল হাওলাদার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিগ্রিরজর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হাওলাদারসহ তিনজন নৌকায় ধান নিয়ে বাড়ি থেকে মীরগঞ্জের দিকে যাচ্ছিলেন। আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীর মোহনায় পৌঁছালে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় নৌকায় থাকা দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও ইসমাইল হাওলাদারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বরিশার নিউজকে বলেন, নিখোঁজ কৃষকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।