November 23, 2022

বাবুগঞ্জে গৃহবধু খুন: স্বামীই আসামী

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গৃহবধু মারুফা বেগম খুনের ঘটনায় তার স্বামী মিলন খানকে প্রধান আসামি করে মামলা করেছেন মারুফার বাবা মো. আউয়ুব আলী। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিলন খানকে পুলিশি নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিলন খানের প্রথম স্ত্রী ঝুমুর বেগমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মিলনের ভাই সবুজ খানের দাবি, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে স্থানীয় ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিলন খানের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে একদল দুর্বৃত্ত ভেতরে ঢোকে। এ সময় ডাকাত দলের সদস্যরা আড়াই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটে নেওয়ার চেষ্টা করে। মারুফা এতে বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করেন। এ সময় মিলন তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে ডাকাত দলের হামলায় তিনি আহত হন। পরে স্বজনেরা টের পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখেন, মারুফার লাশ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর মিলনের মুখমণ্ডল কাপড় দিয়ে এবং হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বাঁধা ছিল।

ঘটনার আলামত দেখে শুরুতেই পুলিশ এই হত্যাকাণ্ডকে রহস্যজনক বলে ধারণা করেছিল। পুলিশের ধারণা, শুধু ডাকাতির ঘটনা হলে ওই গৃহবধুকে কুপিয়ে জখম করা হতো। ওই গৃহবধুকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে।

নিহত মারুফা বেগম মিলন খানের দ্বিতীয় স্ত্রী। প্রায় ১০ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় মিলন খানের। এর কিছুদিন পর মারুফাকে বিয়ে করেন মিলন। মারুফার সঙ্গে মিলন খানের পারিবারিক কলহ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান আরো বলেন, মামলায় মারুফার স্বামীসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামী করা হয়েছে। মারুফার লাশের ময়নাতদন্ত শেষে গতকাল গভীর রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বরিশালনিউজ/ বাবুগঞ্জ