বরিশালের বাবুগঞ্জে গাড়ির চাপায় আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার স্বামী আবদুল আজিজ (৬৫)।আহত আজিজকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার সাতমাইল এলাকায় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা সাতমাইল এলাকারই বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুইজনে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষণা করেন।