বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের মধ্য পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১৬ মে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ করছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান। এসময় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।েএ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ ও বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না। ছাত্রমৈত্রী নেতা ইমরান হোসেন শুভর সঞ্চালনায় এসময় অতিথিদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম পলাশ, বিদ্যালয়ের প্রধান শিৰক অহিদুজ্জামান চুন্নু, সেলিম আহমেদ, সাবেক প্রধান শিক্ষক সুলতান মাহমুদ মাস্টার, উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা আব্দুর রশিদ হাওলাদার, খালিলুর রহমান, মতিয়ার রহমান কালু, আনোয়ার হোসেন হালিম, জাহিদুর রহমান, সমাজ সেবক ডাঃ মহিউদ্দিন আহমেদ, আব্দুর রশিদ মিয়া, আবু তালেব মাস্টার, আওয়ামী লীগ নেতা শাহজাহান হাওলাদার, ব্যবসায়ী সুমন হোসেন প্রমুখ।
এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান বলেন, শিক্ষার্থীদের পুথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বিদ্যালয় মাঠে বালু ভরাট ও সৌরবিদ্যুৎ স্থাপনসহ এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখার জন্য এমপি শেখ মোঃ টিপু সুলতান, ছাত্রনেতা সুজন আহমেদ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হাসানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বক্তারা।
বরিশাল নিউজ/মুন্না