February 8, 2023

বাকেরগঞ্জে প্রবাসীর আত্মহত্যা

 

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মিজানুর রহমান নামে একজন আত্মহত্যা করেছেন। তিনি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সামছুল আলমের ছেলে। উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালি বাজারে আজ বুধবার এঘটনা ঘটে।

 

৫নং ওয়ার্ডের ইউপি সদস্যা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, নিহত মিজানুর রহমান প্রবাসী ছিলেন। তার স্ত্রী ফাতেমা রহমান দাঁড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সেই সুবাদে কামারখালি বাজার সংলগ্নে একটি ভাড়া বাসায় তিন সন্তান ও স্ত্রী নিয়ে থাকতেন।

 

বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদ রহমান বলেন, আজ বুধবার, ৮ ফেব্রয়ারি সকাল ৯টার দিকে স্বামীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তার স্ত্রী ডাক-চিৎকার দেন। এসময় লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

 

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার