February 16, 2023

বাকেরগঞ্জ বিএনপির কমিটি নিয়ে সংঘর্ষ

 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বাতিল দাবির জের ধরে নতুন এবং পুরান কমিটির নেতাকর্মীদের মধ্যে দলীয় অফিসের সামনে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

 

সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে দলীয় কার্যালয় যাওয়ার পর দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই ঘটনা ঘটে।

 

এরআগে নতুর কমিটি বাতিলের দাবি জানিয়ে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির পদ বঞ্চিতরা। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু সিকদার বলেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এবং সদস্য সচিব আবুল কালাম শাহিন নগরীর বিএনপি দলীয় অফিসে বসে গোপনে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। তাতে হারুন অর রশিদকে আহ্বায়ক ও নাসির উদ্দিন হাওলাদারকে সদস্য সচিব করা হয়।

 

তাদের অভিযোগ নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যোগসাজশ রয়েছে। এ কারণে ঘোষিত কমিটি বাতিল করে আগের কমিটি বহাল রাখাতে হবে।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করে তারা দলীয় অফিসের দিকে যাচ্ছিলেন। মিছিল থেকে দক্ষিণ জেলা কমিটি ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন রকমের শ্লোগান দেন পদ বঞ্চিতরা। মিছিলটি অফিসের কাছাকাছি পৌঁছালে বর্তমান কমিটি তাদের প্রতিহত করার চেষ্টা করে। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পদবঞ্চিতরা।

 

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার