বরিশালের বাকেরগঞ্জে ইউপি সদস্যর হামলায় তোফাজ্জেল হোসেন জিতেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তোফাজ্জেল উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের মধ্য জিরাইল গ্রামের নাজেম আলী মল্লিকের ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, তোফাজ্জেল হোসেন জিতেনের সাথে তার চাচাতো ভাই কালাম মল্লিকের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিরসনের জন্য সালিশদার ঠিক করা নিয়ে আলোচনায় বসা হয়।। এরমধ্যে তোফাজ্জেল ছয় জন সালিশদার রাখার জন্য রাজি হয় এবং দুর্গাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর লিটন সরদার ৭ জন সালিশদার রাখার জন্য বলেন। এনিয়ে তোফাজ্জেল ও ইউপি সদস্য লিটনের সাথে দ্বন্দ্বের এক পর্যায়ে লিটন তোফাজ্জেল হোসেন জিতেনের উপর হামলা চালালে গুরুত্বর আহত হয় সে। পরে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
বরিশাল নিউজ/শামীম