বাংলাদেশে ২০১৭ সালে দুর্নীতি তুলনামুলক কমেছে। বৈশ্বিক দুর্নীতি ধারণা সূচকে এবছর বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। বাংলাদেশ ১০০ এর মধ্যে এবছর স্কোর করেছে ২৮। ২০১৬ বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ তম, স্কোর ছিল ২৬।
জার্মানির বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত টিআই-এর ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বৃহস্পতিবার সকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত এই প্রতিবেদন তুলে ধরা হয়।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ কিছুটা ভালো করলেও নানাদিক থেকে ঘাটতি রয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।
বরিশাল নিউজ ডেস্ক/এমএম হাসান