ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ২২২ রানের টার্গেট দিয়েছে সফরকারী শ্রীলংকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রানে অলআউট হয় লংকানরা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্ডিমাল।
বল হাতে বাংলাদেশের ইনিংস শুরু করেন মিরাজ। বাংলাদেশের পক্ষে রুবেল ৪৬ রানে ৪টি এবং মুস্তাফিজ ২৯ রানে ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মিরাজ, মাশরাফি ও সাইফউদ্দিন।
এ ম্যাচে বল হাতে মাত্র ৪ ওভার বোলিং করেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দুভার্গ্যের শিকার হয়ে ৪২তম ওভারের প্রথম ডেলিভারি শেষে মাঠ ত্যাগ করেন সাকিব। ইনিংসের ৪১তম ওভারে প্রথম ডেলিভারিতে এক্সট্রা কভারে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-হাতে আঙ্গুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাকিব।
শ্রীলংকা ইনিংস:
দানুসকা গুনাথিলাকা ক তামিম ব মিরাজ ৬
উপুল থারাঙ্গা ব মুস্তাফিজ ৫৬
কুসল মেন্ডিজ ক মাহমুদুল্লাহ ব মাশরাফি ২৮
নিরোশান ডিকবেলা ক সাব্বির ব সাইফউদ্দিন ৪২
দিনেশ চান্ডিমাল ব রুবেল ৪৫
থিসারা পেরেরা ক তামিম ব রুবেল ২
আসেলা গুনারত্নে এলবিডব্লু ব রুবেল ৬
আকিলা ধনঞ্জয়া ক মিথুন ব মুস্তাফিজ ১৭
শেহান মাদুশানকা ব রুবেল ৭
সুরঙ্গ লাকমাল রান আউট (মুশফিক) ২
দুসমন্ত চামিরা (অপরাজিত) ১
অতিরিক্ত : (লেবা-৫,নোব-২,ও-২) ৯
মোট : (৫০ ওভার, অলআউট) ২২১ রান
উইকেট পতন: ১-৮, ২-৪২, ৩-১১৩, ৪-১৫৮, ৫-১৬৩, ৬-১৮২, ৭-১৯৯, ৮-২১৭, ৯-২১৯,১০-২২১
বোলিং:
মিরাজ ১০-০-৫৩-১,
মাশরাফি ৭-০-৩৫-১ (ও-১),
মুস্তাফিজ ১০-০-২৯-২ (ও-১,নেব-১),
মাহমুদুল্লাহ ৪-০-১৮-০,
সাইফউদ্দিন ৪-০-১৫-১,
সাকিব ৫-০-২০-০,
রুবেল ১০-০-৪৬-৪ (নোব-১)।