বরিশাল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিনটি দোকানসহ ৬টি ঘর পুরে গেছে। সেখানকার একটি মেস থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
ফায়ার সাভিস ঘটনাস’লে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছে মোনায়েমের পুরাতন গাটের দোকান, উত্তমের জুতার এবং সাইফুলের ফটোকপির দোকান।
আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন।