January 9, 2023

শেবাচিম হাসপাতালে ঠান্ডা আক্রান্ত ৭ শিশুর মৃত্যু

বরিশালে নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে গত সাত দিনে সাত শিশুর মৃত্যু হয়েছে। ঠান্ডা বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যাও বেড়ে চলছে। এ কারনে বেডে জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সুপ্তি জানিয়েছেন, মায়েদের অবহেলার কারণে নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর উপর আক্রান্ত হওয়ার সাথে সাথে তারা চিকিৎসকের পরামর্শও নিচ্ছেন না।

তিনি আরো বলেন, পল্লী চিকিৎসক থেকে শুরু করে ফার্মেসি থেকে চিকিৎসাসেবা সেবা নেওয়া হচ্ছে। যখন দেখছেন শিশুর অবস্থা খুব খারাপ তখন হাসপাতালে নিয়ে আসছেন। অথচ আগেভাগে শিশুকে হাসপাতালে আনলে মৃত্যু হতো না। এখন যেখানে পাঁচ থেকে ২০ দিন পর্যন্ত চিকিৎসা লাগছে, আগেভাগে আনলে দুই-তিন দিনে শিশুরা সুস্থ হয়ে যেতো।

সুপ্তি আরও জানিয়েছেন, আগে মায়েরা যেভাবে শিশুদের সেবা করতো শীতে সেই সেবায় শিশুকে সুস্থ রাখা সম্ভব নয়। এজন্য মায়েদের কাউন্সিলিং করা হচ্ছে। শীতে শিশুদের সেবা বাড়িয়ে দেওয়ার বিষয়টি তাদের গুরুত্বের সঙ্গে দেখতে বলা হচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। মায়েরা যত্নবান হলে শিশুকে সুস্থ রাখা সম্ভব।

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার