
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় র্যাব-৮ এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম-বরিশাল নিউজ
মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বরিশাল র্যাব-৮এ সদ্য যোগদানকারী কমান্ডিং অফিসার আতিকা ইসলাম।
নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দপ্তরে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
আতিকা ইসলাম বলেন, সাংবাদিকদের কাছে থাকা গুরুত্বপূর্ন তথ্যগুলো র্যাবের কাছে গোপনে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে র্যাব-৮।
আতিকা ইসলাম গত ২৩ এপ্রিল বরিশালে র্যাব-৮’র কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন । র্যাব-৮ গঠিত হওয়ার পর এই প্রথম পুলিশের কোন শীর্ষ কর্মকর্তা এবং একই সাথে কোন নারী কর্মকর্তা র্যাব-৮’র কমান্ডিং অফিসারের দায়িত্ব পেলেন। একজন নারী হিসেবে বরিশাল বিভাগের কোন সরকারি দপ্তরের শীর্ষ পদেও আতিকা ইসলাম প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পরই তাকে প্রেষনে র্যাব-৮ এর কমান্ডিং অফিসার নিয়োগ দেয় সরকার। ১৯৯৯ সালে বিসিএস ক্যাডার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন আতিকা ইসলাম।
বরিশাল নিউজ/এমএম হাসান