মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চতুর্থদিন সোমবার ইংরেজি প্রথমপত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৩৪৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, এই দিন বরিশালে ১০৫, ভোলায় ৪৬, বরগুনায় ৪৭, পটুয়াখালীতে ৭৬, পিরোজপুরে ৩৩ ও ঝালকাঠিতে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বরিশাল ৯ জন ও ভোলায় ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ।
বরিশাল নিউজ/এমএম হাসান