বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এই উপলক্ষে সোমবার, ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। তাঁর জীবনী পড়ে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদেরকেই মূখ্য ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়া সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাসনাত জামান।বরিশালনিউজ/ প্রেসবিজ্ঞপ্তি