বরিশাল বিভাগে করোনাভাইরাস নমুনা পরীক্ষায় গতকাল,১৩ জুলাই ৫৩৩ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। একই দিনে করোনা আক্রান্ত হয়ে বিভাগের তিন জেলায় মারা গেছেন নয় জন। আর উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১০ জন। গত তিন দিন ধরে ছয় থেকে আট শতাধিক করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে বরাবরের মতোই বরিশাল জেলা রয়েছে সবার উপরে। গতকাল শনাক্ত হয়েছে ২০২ জন। এরপরেই ঝালকাঠি জেলায় ১২৭,বরগুনায় ৬৬,পিরোজপুরে ৪৮,পটুয়াখালীতে ৪৭, এবং ভোলা জেলায় ৪৩ জন শনাক্ত হয়েছেন।
অপর দিকে করোনা আক্রান্ত হয়ে বিভাগের বরগুনা জেলায় ৪ জন, বরিশাল জেলায় ৩ জন,এবং পটুয়াখালী জেলায় ২ জন মারা গেছেন।

বরিশাল জেলা
বরিশালে জেলায় SBMC RT-RCR -LAB: ৮৯ + Antigen test: ১০৭ + Gene Xpert test: ০৬ = ২০২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে রয়েছেন BCC- ৭২ জন,সদর- ০১ জন,বাকেরগঞ্জ- ১৬ জন, মেহেন্দিগঞ্জ- ১১ জন, হিজলা- ১৭ জন, মুলাদি- ৩২ জন, বাবুগঞ্জ- ১০ জন, গৌরনদী- ১৯ জন, আগৈলঝাড়া- ১১ জন, উজিরপুর- ০৮ জন, বানারিপাড়া- ০৫ জন ।
আক্রান্তদের ২০২ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ জন, বাড়িতে আছেন ১৯১ জন ।
এ পর্যন্ত বরিশাল জেলায় মোট করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩০৬ জন। এদের মধ্যে মোট সুস্থ হয়েছে-৬ হাজার ৯৪৬ জন। আর মারা গেছেন ১৪৩ জন।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার