
বরিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত-বরিশাল নিউজ
বরিশাল শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা ও ইফতার।
প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান,বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মাঈদুল ইসলাম,বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সুপ্রিমকোর্ট বার সদস্য গোলাম আব্বাস চৌধুরী দুলাল,শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মানবেন্দ ব্যাটবল, সাবেক সভাপতি এস.এম. ইকবাল,কার্যকরী কমিটির সহ-সভাপতি এম আমজাদ হোসাইন সহ অন্যরা ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুরাদ আহমেদ ও বেলায়েত হোসেন বাবলু।
পরে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত ও সকল সংবাদ কর্মীদের সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন সদর রোড বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম সামসুল আলম।
বরিশাল নিউজ/শামীম