বিএনপি ও সমমনা দলগুলো আজ শনিবার সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে। নগরীর তিনটি থানা এলাকা থেকে তারা এই পদযাত্রায় অংশ নেন।
এরমধ্যে বরিশাল কোতয়ালী মডেল থানা বিএনপি নগরীর আমতলার মোড় এলাকা থেকে পদযাত্রা করে। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর-বীর উত্তম। পদযাত্রাটি নগরীর আমতলার মোড় বিজয় বিহঙ্গ থেকে শুরু করে বান্দরোড শের-ই-বাংলা মেডিকেল করেজের সামনে হয়ে চাঁদমারি এলাকায় গিয়ে শেষ হয়।
আমতলার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সৃষ্টি। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কারা বন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয়ে আন্দোলন করার আহবান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ কোতয়ালী থানা বিএনপির নেতৃবৃন্দ।
কাউনিয়া থানার পদযাত্রা বিসিক এলাকা থেকে শুরু হয়ে আমানতগঞ্জ সোনালী আসক্রিম মোড়ে শেষ হয়। এই পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ ও হায়দার আলী লেলিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাসকুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তৃতৃতায় মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এদিকে, একই সময় এয়ারপোর্ট থানার পদযাত্রা কাশিপুর বাজার থেকে শুরু হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শেষ হয়। এর নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
এসময় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, দুলাল হোসেন, প্রফেসর আমিনুল ইসলাম ও মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল প্রমুখ।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার