বরিশাল ফ্লিম সোসাইটি আয়োজিত চলচিত্র উৎসব-২০১৮ শুরু হয়েছে গতকাল রবিবার থেকে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে সকালে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্যানাফিসিকের পরিচালক আতিকুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল ফ্লিম সোসাইটির আহবায়ক কে.এম রাব্বী লিমন।
রং পেন্সিল মিডিয়ার সার্বিক সহযোগিতায় প্রথম দিনের প্রথম প্রদর্শনীতে জালালের গল্প চলচিত্র প্রদর্শন করা হয়। বিকেল ৪ টায় দ্বিতীয় প্রদর্শনীতে বিসর্জন, তৃতীয় প্রদর্শনীতে সন্ধ্যা ৭ টা সর্ট ফ্লিম চান্স এগেইন ও চতুর্থ প্রদর্শনীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় গহীন বালুচর চলচিত্র প্রদর্শন করা হয়।
দ্বিতীয় দিন সোমবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় প্রথমে হালদা/ খেলাঘর চলচিত্রটি প্রদর্শিত হবে। বিকেল ৪ টায় দ্বিতীয় প্রদর্শনীতে অজ্ঞাতনামা, তৃতীয় প্রদর্শনীতে সন্ধ্যা ৭ টা সর্ট ফ্লিম আদ্রিতার জন্য ও চতুর্থ প্রদর্শনীতে সন্ধ্যা সাড়ে ৭ টায় গহীন বালুচর প্রদর্শন করা হয়।
বরিশাল নিউজ/প্রেসবিজ্ঞপ্তি