পুলিশ মেমোরিয়াল ডে ২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের ১৮ সদস্যের পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় তাদের হাতে ক্রেস্ট, সম্মাননা পত্র ও উপহার তুলে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে বরিশাল জেলার পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উর্ধ্বতন কর্মকর্তারা। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এস এম রুহুল আমিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।
এছাড়া বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, জিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রাং, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ বিভাগ জেলা ও মেট্রোপলিটনের বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।