বরিশাল নগরীর কাটপট্টি রোডের একটি হোটেল থেকে এক নারী, এক পুরুষ ও ছয় শিশুকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন বরিশার নিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার রাতে ওই হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।
তাদের পরিচয় জানতে রোহিঙ্গা ক্যাম্পের সাথে যোগাযোগ করা হচ্ছে জানান তিনি।