বরিশাল নিউজ।। বরিশালে নগরীর নতুন বাজার ও বগুরা রোড এলাকায় অভিযান চালিয়ে ফেইথ, স্টুডেন্ট ও শিখন নামে তিনটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান জানান, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ কারণে গত ২৯ মার্চ থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।
অথচ এরপরেও বরিশালে অনেকস্থানে কোচিং চলছে এমন খবর পেয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ করা হয়। এ সময় কোচিং সেন্টার কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা দিয়ে ক্ষমা চায়।