বরিশালে খাদেম সরদার হত্যা মামলায় একজনের ফাঁসি এবং দুইজনের যাবজ্জীবন এর আদেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। মামলার অপর নয় আসামীকে বেকুসর খালাস দেয়া হয়েছে। আসামীদেও উপস্থিতিতে বুধবার বেলা ১২টায় এ রায় ঘোষণা করেন বিচারক।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলো গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের নান্নু মৃধা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো একই এলকার সেন্টু মৃধা ও আলাম মৃধা।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি গিয়াস উদ্দিন কাবুল জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। তিনি বলেন,২০১৪ সালে ১০ অক্টোবর রাতে খাদেম সরদার ও তার ছেলে আসলাম সরদার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন। পথে আসামীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার খাদেম সরদারকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে আসলামকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনায় খাদেম সরদারের বড় ছেলে শাহ আলম সরদার বাদী হয়ে ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
২০১৫ সালে মামলার চার্জ গঠন করা হয়।
আদালত ২২ জন স্বাৰির মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহন করেন।
বরিশাল নিউজ/এমএম হাসান