January 3, 2023

বরিশালে ১১৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল

অনিয়ম করে লটারি জিতে বরিশালের পাঁচ সরকারি স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হওয়া ১১৫ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই জানান, বাতিল হওয়া তালিকায় রয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫১ জন, সরকারি জিলা স্কুলে ৫২, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি শহীদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়ে চারজন করে মোট ১২ জন।  

বরিশালের পাঁচটি সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি সংক্রান্ত কমিটির সদস্য সচিব ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, সরকারি মাধ্যমিক স্কুলের তৃতীয় শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে অনলাইন লটারির মাধ্যমে নির্বাচিতদের তালিকা ২২ ডিসেম্বর হাতে পান তারা।

সবগুলো স্কুলে ভর্তি প্রক্রিয়া চলার সময় একই শিক্ষার্থীর একাধিক জন্ম নিবন্ধন দিয়ে একই নামে এবং ছবি জালিয়াতি করে আবেদন করে লটারি জিতে ভর্তির হওয়ার প্রমাণ পায় যাচাই-বাছাই কমিটি। এর তালিকা কমিটির সভাপতি জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে।  ভর্তি বাতিল হলে শূন্য কোটার বিপরীতে লটারি জিতে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ক্রমানুসারে ভর্তি করা হবে বলে জানিয়েছেন সদস্য সচিব মাহবুবা হোসেন।

বরিশালের ৫টি সরকারি মাধ্যমিক স্কুলের মধ্যে এবার জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির প্রভাতী ও দিবা শাখায় ২৪০ জন করে এবং সরকারী মডেল স্কুল, শহীদ আরজুমনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে ১২০ জন করে মোট ৮৪০ জন শিশু ভর্তি হয়।

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার