বরিশালে হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার, ১৬ মার্চ বরিশাল ব্যাটালিয়ন কার্যালয়ে মোবাইল ফোন হস্তান্তর করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
এ সময় তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক। জনগনের সেবা করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। তাই কারো মোবাইল ফোন হারিয়ে গেলে অতি দ্রুত থানায় জিডি করবেন অথবা মৌখিকভাবে আমাদেরকে জানাবেন। কোন অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করে দিব। সামাজিক অপরাধ হ্রাস করতে সাইবার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ প্রমুখ।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার