
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের দেখতে স্বজনরা-বরিশাল নিউজ
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় শনিবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত যুবকদের একজন হলেন উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের ছাত্র আশিক হাসান। তিনি গুঠিয়ার রফিকুল আলমের ছেলে। নিহত অপরজন হচ্ছেন একই এলাকার হুমাউন কবিরের ছেলে মিম। মূমুর্ষু যুবকের নাম মোঃ ফারুক হোসেন। তিনি উজিরপুরের গুঠিয়া এলাকার মোঃ আয়েনাল হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ওই তিন যুবক মোটরসাইকেলে উজিরপুর যাচ্ছিলেন। নগরীর কাশিপুর এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা যাত্রিবাহী বাস হিমেল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে। বাসটি বানারীপাড়া থেকে বরিশাল আসছিল।
বরিশাল নিউজ/এমএম হাসান