বরিশাল নগরীর কালুশাহ সড়কে স্ত্রীর ছোঁড়া ইটের আঘাতে মারা গেছে স্বামী । পারিবারিক কলহের জেরে বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন খান (৫৫) সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কের আফতাব উদ্দিন খানের ছেলে।
আনোয়ারের ভাই মো. নুর হোসেন খান সাংবাদিকদের জানান, আনোয়ারের পরিবারে কলহ লেগেই থাকতো। তিনি সবাইকে বকা-ঝকা করতেন। সকালে ঝগড়া হয়। এরপর শুনতে পাই স্ত্রীর ছোঁড়া ইটের আঘাতে স্বামী আনোয়ার গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা ১২টায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রাখা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বরিশাল নিউজ/এমটি ইসলাম