সুন্দরবনের তিনটি দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর প্রায় ৪০ জন সদস্য মঙ্গলবার দুপুরে র্যাব-৮ কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করবেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর মেজর সোহেল রানা সাংবাদিকদের এই কথ্য জানিয়েছেন।
তিনি বলেন,আত্মসমর্পনকারীদের মধ্যে সুন্দরবনের দুর্ধর্ষ বড় ভাই বাহিনী, ভাই ভাই বাহিনী ও সুমন বাহিনীর ৪০ জনের মতো সদস্য রয়েছে।
বরিশাল নগরের রূপাতলী র্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।