বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত বইমেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ আমিন উল আহসান।
ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০টি বইয়ের স্টল রয়েছে।
বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার