December 14, 2022

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধার্ঘ

শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাগন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২২। জাতির এ সূর্যসন্তানদের আত্মত্যাগকে স্মরণীয় করে সকাল ৯.৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শোক র‌্যালি। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল,  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল,  বিভিন্ন বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১১:০০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কীর্তনখোলা হলে এক আলোচনা সভার আয়োজন করে ।

বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার