
শ্রম অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি -বরিশাল নিউজ
নূন্যতম মজুরী ১৬ হাজার, ট্রেড ইউনিয়ন করার অধিকারসহ নানা দাবি, র্যালি-আলোচনা সভা, শ্রমিক সমাবেশ সহ নানা আয়োজনে বরিশালে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পহেলা মে মঙ্গলবার সকাল ৯টায় শ্রম অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউস চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

বরিশালে মে দিবস গণতান্ত্রিক মোর্চার র্যালি-বরিশাল নিউজ
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগ এবং বেলা ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল পৃথক শ্রমিক সমাবেশ করে। মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্বে শ্রমিক লীগের সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি সহ অন্যান্যরা।

বরিশালে মে দিবস শ্রমিক দলের র্যালি-বরিশাল নিউজ
এছাড়া সকাল ১০টায় নির্মান শ্রমিক ঐক্য পরিষদ, হোটেল কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক র্যালি, আলোচনা সভা এবং সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করে।
বরিশাল নিউজ/এমএম হাসান