গণতন্ত্র হত্যা ও কালো পতাকা দিবস উপলক্ষে বরিশাল বিএনপি কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে। ভোর থেকে ছাত্রলীগ কর্মীরা অলিগলিতে পাহাড়া বসানোর কারণে তারা মাঠে নামতেই পারেনি। এরমধ্যে মিছিল করার পরপরই সিএন্ডবি সড়কে হামলার শিকার হয় এক ছাত্রদল কর্মী।
সদরঘাট,কসাইখানা এলাকায় মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে মিছিল হয়। মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর রুপাতলী,বরিশাল সদর উপজেলা বিএনপি নগরীর শেরে বাংলা সড়কে কালো পতাকা মিছিল হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন জানান, নগরের বৈদ্যপাড়ায় গণতন্ত্র হত্যা দিবসের মিছিল করে বাসায় ফিরছিলেন ছাত্রদল কর্মীরা। পথে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এতে আহত হন ছাত্রদল কর্মী রিজভী। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল নিউজ/এমএম হাসান