বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ এবার যেন ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। দলীয় কর্মীদের ভিতরে দেখা যায় অন্যরকম এক প্রত্যয়। তাদের অহংকার ,তারা সেই দলের কর্মী,যে দল তাদের স্বাধীনতা এনে দিয়েছে। সেই নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক তারা। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান করায় নেতা-কর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
নগরীর শহীদ সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল নয়টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। পুষ্পার্ঘ্য অর্পন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ,জেলা আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম),জেলা আওয়ামী লীগ নেতা কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ,মহিলা লীগ,যুবলীগ,কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠন ।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিকাল ৪টায় জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
বরিশাল নিউজ/এমএম হাসান